বাঙ্গালীর বার্তা: পিরোজপুরের নেছারাবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখার আয়োজনে শতাধিক ট্রলার নিয়ে নৌবিহার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২টায় ছারছিনা ঘাট থেকে শতাধিক ট্রলারের এ নৌবহর যাত্রা শুরু করে।
উপজেলার কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিভিন্ন ইউনিয়নের নৌপথে বহরটি পরিভ্রমণ করে। এই নৌবিহারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনে জামায়তে ইসলামীর মনোনীত প্রার্থী সাঈদীপুত্র শামীম সাঈদী।
এ সময় শামীম সাঈদী বলেন, ‘আমাদের কাছে অনেকে অভিযোগ করেছে নেছারাবাদের অনেক জায়গায় নদীভাঙন হয়েছে, অনেকের ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। আজকে আমরা ট্রলারে ঘুরে সেসব জায়গা দেখব। আমরা আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে নদীভাঙনসহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’