1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন

যাবজ্জীবন সাজা কমানোর উদ্যোগ নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তৌফিক ই ইলাহি বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: বয়স্ক ক‌য়ে‌দি‌দের মুক্তি দিতে যাবজ্জীবন সাজা ৩০ বছর থেকে কমা‌নোর উদ্যোগ নেওয়া হ‌চ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপু‌রে স‌চিবাল‌য়ে স্বরাষ্ট্র মন্ত্রণাল‌য়ের সভাক‌ক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর ক‌মি‌টির সভা শে‌ষে সাংবাদিক‌দের তি‌নি একথা ব‌লেন।

লাইফ টাইম ক‌মি‌য়ে বয়স নির্ধারণ প্রস‌ঙ্গে উপদেষ্টা বলেন, “আমরা এখন পর্যন্ত নির্ধারণ করিনি। আলোচনার ভিত্তিতে নারী‌দের ক্ষেত্রে হয়তো ২০ বছর করে দিতে চাচ্ছি। ছেলেদের ক্ষেত্রে হয়তো আরো একটু বেশি হতে পারে।”

কারাগারে অনেক সমস্যা আছে, এটা সংস্কারেরও দরকার জা‌নি‌য়ে জাহাঙ্গীর আলম চৌধুরী ব‌লেন, “কারাতে বাজেটের ক্ষেত্রে একটু সমস্যা। বন্দিদের মধ্যে যাদের অনেক বয়স হয়ে গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের ওষুধের জন্য বাজেটেরও বেশি দরকার হয়। আমরা চাচ্ছিলাম লাইফ টাইম তো ৩০ বছর, সেটাকে কমিয়ে কত করা যায়, যুক্তিযুক্ত একটা করে, যারা বয়স্ক হয়ে গেছে তাদের যাতে ছাড়ার ব্যবস্থা করা যায়।”

“আবার কতগুলো স্পেসিফিক আছে, তার বয়সটা কত। যে ১৮ বছরের অপকর্ম করেছে, ২০ বছর পর তাকে ছেড়ে দিলে তখন তো তার বয়স ৩৮ বছর হয়। সে হয়তো এসে আবার অপকর্ম করতে পারে। এ বিষয়গুলো দেখা হবে, তবে মেয়েদের ক্ষেত্রে আমরা একটু বেশি লিবারেল,” যোগ ক‌রেন উপ‌দেষ্টা।

বৈঠ‌কের আলোচ্য বিষয় তু‌লে ধ‌রে জাহাঙ্গীর আলম চৌধুরী ব‌লেন, “আজ‌কে কোর ক‌মি‌টির মি‌টিংয়ে দে‌শের সা‌র্বিক আইন শৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। দুএক‌টি নির্বাচন হ‌য়ে‌ছে এসব নি‌য়ে অল্প আলোচনা হ‌য়ে‌ছে। পু‌লি‌শের ট্রেনিং, আসন্ন সংসদ নির্বাচ‌নের প্রস্তুতি, ছিনতাই, চু‌রি, ডাকা‌তি নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। মাদক নিয়ন্ত্রণ নি‌য়ে বি‌শেষ ক‌রে মিয়ানমার সীমা‌ন্তে মাদক ও জে‌লে‌দে‌রে মাছ ধরার সমস‌্যা নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। লুট হওয়া অস্ত্র কীভা‌বে আনা যায় এটা নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। মেইন‌লি আলোচনা হ‌য়ে‌ছে পূজার আইন শৃঙ্খলা ও সা‌র্বিক নিরাপত্তা নি‌য়ে। কারা সংস্কার ও ফ‌রিদপু‌রে দু‌টি ইউনিয়নের সমস‌্যা নি‌য়ে বে‌শি আলোচনা হ‌য়ে‌ছে।”

তি‌নি ব‌লেন, “ফ‌রিদপুরে দু‌টি ইউনিয়ন। দুই ইউনিয়‌নে কত মানুষ, কত ‌ভোটার অথচ দু‌টি ইউনিয়‌নে সমস‌্যার জন‌্য লাখ লাখ মানুষ‌কে জিম্মি ক‌রে রে‌খে‌ছেন। এটা কো‌নোভা‌বে বরদাশত করা হ‌বে না। আজ‌কে বিকেলের ম‌ধ্যে তারা য‌দি সমাধান না ক‌রে তাহ‌লে আমরা আইন প্রয়োগ করার মাধ‌্যা‌মে রাস্তা ক্লিয়ার কর‌বো। রাস্তা ব্লক করার অধিকার কারও নাই। দা‌বি দাওয়া থাক‌লে প্রপার চ‌্যা‌নে‌লে জানা‌নো যা‌বে, এজন‌্য রাস্তা ব্লক ক‌রে মানুষ‌কে ভোগা‌ন্তি দি‌য়ে, এটা কখনও গ্রহণ‌যোগ‌্য নয়।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট