বাঙ্গালীর বার্তা: ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়কের পাশে অবস্থান নিয়ে আন্দোলন করছেন এলাকাবাসী। শান্তিপূর্ণভাবে তাদের এই কর্মসূচি পালিত হচ্ছে। যে কোনো অপ্রীতিক ঘটনা এড়াতে উপস্থিত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এদিকে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়কে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে।
এলাকাবাসী জানান, আজ সকালে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যেমন- হামিরদী, পুখুরিয়া, মাধবপুর ও মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ব্যানার নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। তারা রাস্তার পাশে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, জনগণের ভোগান্তি কমাতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন। আন্দোলনকারীরা রাস্তার পাশে অবস্থান নিয়েছেন। সড়ক-মহাসড়কে সম্পূর্ণ খালি রাখা হয়েছে।
জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা) থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের (নগরকান্দা) সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে স্থানীয়রা এর আগে পাঁচ দিন ধরে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছিলেন, যার ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল ব্যাহত হয়েছিল।