বাঙ্গালীর বার্তা: সব ধর্মের সমান মর্যাদা দিতে সরকার বাধ্য জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, কোনো ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন যান প্রধান উপদেষ্টা। মন্দির পরিদর্শন শেষে তিনি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই আকাঙ্খা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করতে হবে।”