বাঙ্গালীর বার্তা: বগুড়ার শিবগঞ্জের একটি বাসা থেকে মা ও ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাদের লাশ উদ্ধার হয়।
এলাকাবাসীর ধারণা, সোমবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাতের কোনো এক সময় সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে মা-ছেলেকে হত্যা করে পালিয়ে গেছে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস শাকুর বলেন, “কী কারণে এই হত্যাকাণ্ড সেটি এখনই বলা যাচ্ছে না। নিহতদের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”
নিহতরা হলেন- উপজেলা সদরের সাদুল্যাপুর বটতলা গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও তার ছেলে ইমরান (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইদ্রিস আলী ৮ বছর ধরে কুয়েতে বসবাস করছেন। বাড়িতে তার স্ত্রী ও ছেলে থাকতেন। গত কয়েকদিন ধরে তাদের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করছিল। আজ মঙ্গলবার সকালে রাজমিস্ত্রিরা বাড়িতে কাজ করতে এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন।
সাড়া শব্দ না পেয়ে তারা বিষয়টি নিহত রানীর মাকে জানান। পরে রানীর মা সেখানে গিয়ে তার মেয়ে ও নাতিকে ডাকাডাকি করেন। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এসময় রানী বেগমে রক্তাক্ত লাশ বাড়ির বারান্দায় এবং ইমরানের রক্তাক্ত লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা।