1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

গলা কেটে হত্যার পর বেডসিট পেচিয়ে খাটের নিচে রাখে

পাভেল রহমান জেলা প্রতিনিধি কুমিল্লা
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: কুমিল্লায় মিলন বিবি (৫৫) নামে এক নারীকে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর মরদেহ বেডসিটে মুড়িয়ে খাটের নিচে লুকিয়ে রাখা হয়।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পরে রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মিলন বিবির গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে নগরীর রেইসকোর্স এলাকার মজুমদার বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

নিহতের মেয়ে তানজিনা আক্তার জানান, মাকে বাসায় রেখে তারা পরিবারসহ নোয়াখালী বেড়াতে যান। বিকেলে প্রতিবেশীরা ফোনে জানান, তাদের বাসার দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। খবর পেয়ে তারা দ্রুত ফিরে এসে খাটের নিচে বেডসিটে মোড়ানো অবস্থায় তার মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান।

তিনি আরও জানান, স্বজনদের সঙ্গে অর্থ লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে বাসায় একা পেয়ে তাকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট