1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

হাত বাঁধা যুবতীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

নিকোলাস রোজারিও জেলা প্রতিনিধি ফরিদপুর
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: ফরিদপুরের সদরপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবতীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবতীর বয়স আনুমানিক ২৫ বছর।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন সড়কের পাশ থেকে ওই যুবতীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।


পুলিশ জানায়, সড়কের পাশে ওই জায়গায় স্থানীয়রা কচুর লতি তুলতে যান। সেখানে বিবস্ত্র অবস্থায় এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘ওই যুবতীর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া উদ্ধারের সময় তার হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়। ওই যুবতীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট