বাঙ্গালীর বার্তা: পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে লাগা এ আগুনে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ চারটি দোকান পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি,আগুনে তাদের ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দিন খান দুলাল জানান,তেগাছিয়া বাজারের বিএনপি কার্যালয়ের পেছন থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইলিয়াস হোসেন বলেন, ‘রাত ২টার দিকে আমরা আগুনের খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তদন্তের পর বিষয়টি জানা যাবে।