বাঙ্গালীর বার্তা: পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে লিটন খন্দকারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লিটন খন্দকার আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
জানা যায়,গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে বাউফল থানা পুলিশের একটি টিম লিটন খন্দকারের বাড়িতে অভিযান চালায়। সে সময় তার নিকট থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ কামাল হোসেন বলেন, লিটন খন্দকার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।