বাঙ্গালীর বার্তা: রানরেটে এগিয়ে থেকে ২০২৫ আইসিসি নারী বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে আগেই বিশ্বকাপ নিশ্চিত করে পাকিস্তান।
পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের রানরেট ছিল ০.৬৩৯। থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে ১০.৫ ওভারে ১৬৮ রান করেও উইন্ডিজ বিশ্বকাপে যেতে পারেনি। পাঁচ ম্যাচ শেষে সমান পয়েন্ট হলেও উইন্ডিজের রানরেট ছিল ০.৬২৬। এ হিসেবে বিশ্বকাপের দল থেকে তাদের নাম কাটা পড়ে।
১০ ওভারে ১৬৭ কিংবা ১১ ওভারে ১৭২ রান করতে পারলে বিশ্বকাপের টিকিট পেত ক্যারিবিয়ানরা। কিন্তু ১১তম ওভারের পঞ্চম বলে টেলরের ছয়ে জয় নিশ্চিত হয়ে যায় উইন্ডিজের। কিন্তু সমীকরণ অনুযায়ী ১১ ওভারে ১৭২ না হওয়ায় বাংলাদেশের কপাল খুলে যায়।
লাহোরে আগে ব্যাটিং করতে নেমে ১৬৬ রানে অলআউট হয় থাইল্যান্ড। তাড়া করতে নেমে ২৩৫ বল হাতে রেখে ৬ উইকেটে জেতে ওয়েস্ট ইন্ডিজ।
মাত্র ২৯ বলে সর্বোচ্চ ৭০ রান করেন হ্যালি ম্যাথুজ। কিয়ানা জোসেফ ১২ বলে ২৬, হ্যানরি ১৭ বলে ৪৮ রান করে সাজঘরে ফেরেন। হ্যানরির আউটে শেষ দিকে ধাক্কা খায় উইন্ডিজ। টেলর ২ বলে ৭ ও অ্যালেন ৫ বলে ৯ রানে অপরাজিত ছিলেন। উইন্ডিজ বাউন্ডারি থেকেই নিয়েছে ১৩৪ রান। ছক্কা হয়েছে ৯টি আর আর চার ২০টি!
৯ এপ্রিল থেকে পাকিস্তানে শুরু হয় ছয় দলের বাছাইপর্বের লড়াই। একমাত্র পাকিস্তান কোনো ম্যাচে হারেনি আর থাইল্যান্ড কোনো ম্যাচে জেতেনি। ২৯ সেপ্টেম্বর থেকে ভারতে হবে ৮ দলের বিশ্বকাপ। বাংলাদেশ-পাকিস্তান ছাড়া আগেই ৬ দল বিশ্বকাপের টিকিট পেয়েছিল।