বাঙ্গালীর বার্তা: কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার রসুলপুর রেল স্টেশন এলাকার মাধবপুরে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে ওই তিন কিশোরের জানা যায়নি।
বুড়িচংয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে যেকোন এই তিন যুবক ট্রেনে কাটা পড়ে থাকতে পারেন। কোন ট্রেনে কাটা পড়েছে তা জানান চেষ্টা চলছে।