1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

ভান্ডারিয়ায় কীটনাশক পানে তরুনীর আত্মহত্যা

মোঃ আকাইদুল ইসলাম সহাদ বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: পিরোজপুরের ভান্ডারিয়ায় কিটনাশক পান করে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ৩নম্বর তেলিখালী ইউনিয়নের এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তরুণী মোসাম্মৎ নাফিজা আক্তার (১৭) উপজেলার তেলিখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের তেলিখালী গ্রামে নুরে আলম শেখের মেয়ে। ঘটনার পরপরই তাকে গুরুতর অবস্থায় ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও পুলিশ প্রশাসনসূত্রে জানাগেছে, বাবা-মা কর্মসংস্থানের জন্য চট্রগ্রাম থাকার কারনে নাফিজা মামা বাড়িতে থাকত। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে মামা আল আমীন খানের ঘরের মাচার উপরে বসে কীটনাশ পান করেন। নানী বমির শব্দ শুনে মাচার উপরে উঠলে নাতনী কীটনাশক পান করেছেন বলে জানালে তিনি ডাকচিৎকার শুরু করেন। খবর পেয়ে স্থানীয়রা এবং অটো চালক মামা আল আমিন খান বাড়ি এসে ভাগ্নীকে নিচে নামিয়ে তাৎক্ষণিক ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসে। এর কিছু সময় পর সে মারা যায় বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

ডাঃ মো. খাইরুল বাশার জানান, হাসপাতালে নিয়ে আসার পরে আমরা স্টোমাক ওয়াশ (পাকস্থলী পরিষ্কার) করার প্রস্তুতি নেই। স্টোমাক ওয়াশে করার আগেই সে মারা যায়।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট