1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ০৩ মে ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :

বিএসএফের ২ বাংলাদেশিকে ধরে নেয়ার, প্রতিবাদে ২ ভারতীয়কে ধরে এনেছে স্থানীয়রা

মনির হোসেন চৌধুরী জেলা প্রতিনিধি দিনাজপুর
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছেন বিক্ষুব্ধ গ্রামবাসী।

শুক্রবার (২ মে) দুপুরে ধর্মজৈন সীমান্তের ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি থেকে বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যায় বিএসএফ বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছিল।

ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিরা হলেন- মাসুদ ও এনামুল। আটক ভারতীয়রা হলেন- অবিনাশ টুডু ও ফিলিপ সরেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল। দুপুর ১২টার দিকে ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। ঘটনাটি জানাজানি হলে, বিক্ষুব্ধ গ্রামবাসী অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রাখেন। তাদের কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে।

ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার রেজাউল করিম বলেন, “আজ দুপুরে ধর্মজৈন সীমান্তে ধান কাটাতে যাওয়া দুই বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে গেছে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বাংলাদেশি নাগরিকরা ক্ষুব্ধ হয়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেন।”

তিনি আরো বলেন, “আমরা বিএসএফ-এর সঙ্গে আলোচনা শুরু করেছি। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট