বাঙ্গালীর বার্তা: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে ছেলের মারধরে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই ঘটনায় তার স্ত্রীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার চরগিরিশ ইউনিয়নের চরগিরিশ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক সেলিম মিয়া (৪৭) ওই গ্রামের বাসিন্দা। তার স্ত্রী আহত জান্নাতি খাতুনকে (৪২) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ছেলে জাহাঙ্গীর হোসেন (১৯) পলাতক রয়েছে।
নিহতের ছোট ভাই সিরাজুল ইসলাম বলেন, তার ভাতিজা জাহাঙ্গীর নেশাগ্রস্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই বাবা-মায়ের সঙ্গে বিবাদে জড়াত। বৃহস্পতিবার রাতে টাকা চাওয়া নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর তার বাবাকে মারধর করতে থাকে। এতে তার মা বাধা দিতে এলে তাকেও মারধর করা হয়। পরে সেলিম মিয়া ও তার স্ত্রীকে উদ্ধার করে রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেলিমের মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, গোটা চরাঞ্চল মাদকে সয়লাব হয়ে গেছে। এ কারণে মারামারির ঘটনাও বেড়ে গেছে।জাহাঙ্গীরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এ বিষয়ে কাজিপুর থানার ওসি নূরে আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, নিহতের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। মরদেহ এখনো বাড়িতে পৌঁছায়নি। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।