1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

ব্যাটারিচালিত অটোরিকশার যন্ত্রাংশ আমদানি বন্ধে আলটিমেটাম

মোঃ আলাউদ্দীন শেখ রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: ব্যাটারিচালিত অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, উৎপাদন ও বিক্রি বন্ধসহ তিন দফা দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। আগামী সাত দিনের মধ্যে এসব দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

রবিবার (৪ মে) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়।

নিসআ সভাপতি আব্দুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, ‘বর্তমানে অধিকাংশ সড়ক দুর্ঘটনার জন্য অটোরিকশা দায়ী। শুধু দুর্ঘটনাই নয়, যানজটেরও অন্যতম কারণ এসব যান।’

সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, ৫ আগস্টের পর অটোরিকশার সংখ্যা তিনগুণ বেড়েছে, কারণ ‘হাসিনার দোসররা’ এগুলো বন্ধ করতে চায় না।

তারা বলেন, অটোরিকশা বন্ধ করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। পাশাপাশি অটোচালকদের পুনর্বাসনেরও দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নিসআ’র সাধারণ সম্পাদক তানজিদ মোহাম্মদ সোহরাব রেজাসহ অন্য নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট