1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি বাংলাদেশ ব্যাংকের রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা ২৬ লক্ষ ভারতীয় কাজ করে বাংলাদেশে যা প্রমাণ করতে পারেননি তিনি: তারিন রাশিয়ায় ৮.৭ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প, সুনামির সম্ভাবনায় সতর্কতা জারি ৩০ জুলাই লাল রঙে প্রতিবাদের ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে রাউজানে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গিয়াস চৌধুরীর পদ স্থগিত অবশেষে জানা গেল নির্বাচনের সম্ভাব্য তারিখ! কিছু দল পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না বলে শপথ করেছে: ফখরুল ইসলাম জুলাই সনদের খসড়া গ্রহণ করবে না এনসিপি: জাভেদ রাসিন

এবার পেমেন্ট সার্ভিস চালুর অনুমতি পেল গ্রামীন টেলকম

মেহেদী হাসান সেলিম বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: এখন থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে কাজ করতে পারবে গ্রামীন টেলিকম। গ্রামীন টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান ‘সমাধান সার্ভিস বাংলাদেশ’ পিএসপি হিসেবে কাজ করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পেয়েছে। ফলে প্রতিষ্ঠানটি এখন থেকে ‘সমাধান’ নামে দেশে ই-ওয়ালেট বা ক্যাশবিহীন ডিজিটাল ওয়ালেট সেবা দিতে পারবে।

সোমবার ২ জুন, ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট ২০২৪’-এর অধীনে এই লাইসেন্স ইস্যু করে বাংলাদেশ ব্যাংক।

এর আগে সমাধান সার্ভিসেস প্রথমবার আবেদন করেছিল ২০২১ সালের ১৬ নভেম্বর, সিদ্ধান্তে পৌঁছাতে সময় লেগেছে বেশ কিছুটা সময়। সব শর্ত পূরণের পর ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটিকে অনাপত্তিপত্র (এনওসি) দেয় বাংলাদেশ ব্যাংক, যার ভিত্তিতে চলতি বছর মিলেছে পূর্ণাঙ্গ লাইসেন্স।

সমাধান সার্ভিসেসের পরিচালনা পর্ষদে রয়েছেন মোট ৯ জন সদস্য, যাদের অধিকাংশই গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে মনোনীত। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান, আর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন মো. আশরাফুল হাসান, যিনি একইসঙ্গে গ্রামীণ টেলিকমেরও চেয়ারম্যান।

পিএসপি হিসেবে কাজ করার মাধ্যমে সমাধান সার্ভিসেস এখন তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ইলেকট্রনিক পেমেন্ট এবং লেনদেন নিষ্পত্তির সুযোগ দেবে, যা দেশের ডিজিটাল ফাইন্যান্স খাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

এখন পর্যন্ত বাংলাদেশে মোট ৮টি প্রতিষ্ঠান পিএসপি লাইসেন্স পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, আইপে সিস্টেমস, ডি মানি বাংলাদেশ এবং রিকার্সন ফিনটেক।

এই খাতে প্রতিযোগিতা বাড়ছে দ্রুতই। রবি ও বাংলালিংকের মতো মোবাইল অপারেটররা নিজেদের ডিজিটাল ওয়ালেট চালুর উদ্যোগ নিচ্ছে। এদিকে দারাজ ও চালডালের মতো ই-কমার্স প্রতিষ্ঠানও লাইসেন্সের জন্য আবেদন করে রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট