1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

শরীয়তপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

মেহেদী হাসান সেলিম বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: শরীয়তপুরে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঢাকা-শরীয়তপুর সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়েছে। আজ বুধবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজের সামনে এ বিক্ষোভ করে ছাত্রদলের একাংশ। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে সড়ক জুড়ে দেখা দেয় তীব্র যানজট। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

স্থানীয় ছাত্রদল ও পুলিশ সূত্র জানায়, শরীয়তপুরে দীর্ঘ ৩ বছর পর জেলা ছাত্রদলের ৩৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এতে এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ঘোষিত এই কমিটিকে সাধুবাদ জানিয়ে বিজয় মিছিল বের করে একপক্ষ।

অপরদিকে আরেকটি পক্ষ সদ্য ঘোষিত এই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল দুইটির একটি পালং থানার সামনের গেটের সড়কে ও আরেকটি মিছিল পেছনের গেটের সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই দুই পক্ষ হামলায় জড়িয়ে পড়ে। হামলায় অন্তত পাঁচজন আহত হয়। পরে তারা স্থানীয় সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার দুপুরে বিক্ষোভে অংশ নিয়ে ছাত্রদল নেতা খান বাহাদুর আফজাল বলেন, ‘জেলা ছাত্রদল কমিটির আহ্বায়ক করা হয়েছে এইচ এম জাকিরকে। তিনি একজন আইনজীবী, বাস শ্রমিক নেতা, দুই সন্তানের জনক এবং সেন্ট্রাল প্রেসিডেন্ট থেকে ১০ বছরের বড়। এ ধরনের একজন লোক দিয়ে আহ্বায়ক কমিটি করা হয়েছে, যা ন্যাক্কারজনক। এই কমিটি বাতিল ঘোষণা করা পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘ছাত্রদলের কমিটি নিয়ে বিদ্রোহ দেখা দিয়েছে। এই কমিটির পুনর্গঠনের জন্য মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে তারা সড়ক ছেড়ে দেয়।’

ওসি আরও বলেন, ‘গতকাল দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট