1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা ২৬ লক্ষ ভারতীয় কাজ করে বাংলাদেশে যা প্রমাণ করতে পারেননি তিনি: তারিন রাশিয়ায় ৮.৭ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প, সুনামির সম্ভাবনায় সতর্কতা জারি ৩০ জুলাই লাল রঙে প্রতিবাদের ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে রাউজানে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গিয়াস চৌধুরীর পদ স্থগিত অবশেষে জানা গেল নির্বাচনের সম্ভাব্য তারিখ! কিছু দল পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না বলে শপথ করেছে: ফখরুল ইসলাম জুলাই সনদের খসড়া গ্রহণ করবে না এনসিপি: জাভেদ রাসিন রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় যা জানালেন প্রেস সচিব কুমিল্লায় ট্রিপল মার্ডার মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা শাহ আলম

বর্ষার দূত কদমফুল

মাহফুজুর রহমান বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: বর্ষা এলেই প্রকৃতির পরতে পরতে নীরবে নিজের আগমন জানান দিয়ে যায় বর্ষার দূত কদমফুল। বাংলাদেশের চারিত্রিক প্রকৃতির বর্ষা ঋতুকে স্বাগত জানানোর এক অনন্য প্রতীক হয়ে উঠেছে এই ফুল।

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালের প্রতিটি দিনে কদমফুল তার রঙ, ঘ্রাণ ও উপস্থিতিতে মাতিয়ে রাখে প্রকৃতিকে।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রাস্তার পাশে কিংবা বাড়ির আনাচে-কানাচে উঁকি দিচ্ছে অসংখ্য কদমগাছ। তাদের শাখা-প্রশাখায় সাদা-হলুদের মিশেলে ফুটে রয়েছে মনকাড়া সৌন্দর্যপূর্ণ কদমফুল। সবুজ পাতার আড়ালে আড়ালে লুকোচুরি খেলতে থাকা ফুলগুলোর অপার্থিব সৌন্দর্য দেখে থমকে যাচ্ছেন পথচারীরা।

গ্রামীণ জীবনে কদমফুল ছিল একসময় ছোটদের খেলার একান্ত অনুষঙ্গ ছিল। ছোটরা ফুলের ভেতরের গোল অংশ দিয়ে বল বানিয়ে খেলত। এখনও কিছু এলাকায় দেখা যায় শিক্ষার্থীরা হাতে কদমফুল নিয়ে বিদ্যালয়ের পথে রওনা দিয়েছে। মেয়েরা খোঁপায় গুঁজছে কদমফুল, তরুণ-তরুণীরা প্রিয়জনকে দিচ্ছে প্রেমের বার্তা হিসেবে।

কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামের প্রকৃতি প্রেমী মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, “ছোটবেলায় কদমফুল ছিল আমাদের খেলার অন্যতম অনুষঙ্গ। এখন সেই কদমগাছ আর দেখা যায় না। কদমফুল বাণিজ্যিকভাবে চাষ করা হয় না, এমনকি ব্যক্তিগত উদ্যোগও খুব কম দেখা যায়।”

তিনি আরো বলেন, “এই গাছ দ্রুত বড় হয় এবং কাঠ নরম হওয়ায় এটি জ্বালানি কাঠ হিসেবেও খুব উপযোগী। তাই ব্যক্তি ও সরকারি উদ্যোগে এর রোপণ বাড়ানো উচিত।”

কালীগঞ্জে নদী ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের নেতৃবৃন্দরা জানান, বর্ষা মানেই কদমফুল। এই ফুল শুধু একটি ঋতুকে নয়, আমাদের শৈশব, স্মৃতি, প্রেম, প্রকৃতি এবং সম্ভাবনাকে একসঙ্গে ধারণ করে। কদমগাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় এ ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। সময় এসেছে এই গাছকে ভালোবাসার, রোপণের এবং নতুন প্রজন্মের কাছে এর মায়াময় গল্পগুলো পৌঁছে দেওয়ার।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম বলেন, “কদমফুল শুভ্রতার প্রতীক। এটি বর্ষা মৌসুমে বাঙালির মনে ভিন্নধর্মী আবেগ সৃষ্টি করে। কবি-সাহিত্যিকদের লেখায় কদমফুলের উল্লেখ রয়েছে। এটি প্রকৃতির সঙ্গে আত্মিকভাবে যুক্ত। কদম গাছের কাঠও অনেকভাবে ব্যবহারযোগ্য।”

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, “ছোটবেলায় আমাদের খেলার অন্যতম অংশ ছিল কদমফুল। এখন আর আগের মতো দেখা যায় না। তাই কদম গাছ সংরক্ষণ ও পুনঃরোপণের জন্য স্থানীয় কৃষি বিভাগকে সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট