বাঙ্গালীর বার্তা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বুধবার (১৮ জুন) ভোরে মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪/-১ এস দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। এদের মধ্যে তিনজন পুরুষ, সাতজন নারী ও ১০ শিশু রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে আয়োজিত এক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির পক্ষ হতে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে মন্তব্য করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
পুশইনের শিকার ব্যক্তিদের বাড়ি কুড়িগ্রামে। বর্তমানে তাদের নাগরিকত্ব যাচাইয়ের কার্যক্রম চলমান রয়েছে এবং শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, ‘‘সীমান্ত এলাকায় নারী ও শিশু পুশইন রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।”
এরআগে গত ২৭ মে বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন ও ৩ জুন চানশিকারী সীমান্ত দিয়ে আটজনকে ঠেলে পাঠায় বিএসএফ।