1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যে শান্তি আমি পাই, নতুন করে প্রেমে পড়ে যাই: সাফা কবির প্রয়োজনের কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকোর সীমান্তে দেয়াল, তোপের মুখে ট্রাম্প এখন জামায়াতের এরকম সমাবেশ নিয়ে গুরুতর প্রশ্ন তুললেন সাবেক শিবির নেতা আবু সাঈদের ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্পে’ তথ্যগত ভুল, লাল কাপড়ে ঢেকে দিলেন সহযোদ্ধারা জামায়াতের সমাবেশ: সন্ধ্যা থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছে সোহরাওয়ার্দীতে এখন থেকে অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করবে না স্টেট ডিপার্টমেন্ট কত স্বপ্ন ছিল ওর! ‘আমার ছেলেরে যারা গুলি করে মেরেছে, সে যেন হাজার গুলি খেয়ে মরে’ ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে: নাহিদ ইসলাম নিত্য প্রয়োজনীয় বাজার ফের চোখরাঙানি দিচ্ছে!

ফেনীতে পানিবন্দি লাখো মানুষ, প্লাবিত ৩০টির বেশি গ্রাম

সিদ্দিকুর রহমান বিশেষ প্রতিনিধি ফেনী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানির ঢলে সৃষ্টি বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ।

মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর অন্তত ২০টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয়েছে ৩০টির বেশি গ্রাম।

বন্যাকবলিত এলাকাগুলোয় পানিবন্দি মানুষের মাঝে ইতিমধ্যেই খাবার ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। সাথে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোবাইলে যোগাযোগও ব্যহত হচ্ছে। বহু স্থানে সরকারি সহায়তা পৌঁছেনি।

ফুলগাজীর দেড়পাড়া, দৌলতপুর, গাইনবাড়ি, নাপিতকোনা ও উত্তর শ্রীপুর এবং পরশুরামের শালধর, অলকা, জঙ্গলঘোনা ও দানিয়ালপুরসহ অন্তত ৩০টি গ্রাম পানির নিচে। হঠাৎ পানি বাড়ায় ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু জায়গা বা অন্যের বাড়িতে।

গাইনবাড়ির আছমা আক্তার বলেন, “রাতেই পানি ঢুকে যায় ঘরে। খাবার নেই, পানিও বিশুদ্ধ না।”

নাপিতকোনার জাহানারা বেগম বলেন, “আমরা নিজেরা বাঁধ বাঁচানোর চেষ্টা করেছি, কাজ হয়নি। এখন প্রতিবেশীর বাড়িতে আছি, খাবার-পানির কষ্টে আছি।”

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহিয়া আক্তার বলেন, “এই বন্যায় অন্তত ৭৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ১ হাজার ২০০ জন। বিতরণ করা হয়েছে শুকনো খাবার, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। রান্না করা খাবারও দেওয়া হচ্ছে।”

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, “১৫টি গ্রাম প্লাবিত। আশ্রয়কেন্দ্রে ৩ হাজার, আর পানিবন্দি অন্তত ৭ হাজার মানুষ। শালধরে ১৫টি পরিবারের ঘরবাড়ি পুরোপুরি বিলীন হয়ে গেছে।”

পাউবোর নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন মজুমদার বলেন, “মুহুরী নদীর পানি বিপৎসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে বৃষ্টি বন্ধ হলে ভাঙন বাড়ার আশংকা কমবে।”

অন্যদিকে উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম জানান, বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে ছিল। পানি কমলে বাঁধ মেরামতের কাজ শুরু হবে।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “ফুলগাজী ও পরশুরামে দুই হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। রান্না করা খাবারও দেওয়া হচ্ছে।”

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (৮ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ৯ জুলাই সন্ধ্যা ৬টা) পর্যন্ত জেলায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে বুধবার থেকে বৃষ্টি কিছুটা কমেছে, এতে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট