বাঙ্গালীর বার্তা: কক্সবাজারে টেকনাফের গহীন পাহাড়ে ডাকাতদলের আস্তানায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-৬৪ অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
অভিযানে উদ্ধার করা হয়- একটি বিদেশি রিভলবার, ২১ রাউন্ড রিভলবারের গুলি, একটি, একনলা বন্দুক (লং ব্যারেল), বন্দুকের ছড়া গুলি তিন রাউন্ড ও পাঁচটি খালি খোসা, একটি এলজি গান, একটি ওয়ান শুটার গান, ১৪ রাউন্ড রাইফেলের গুলি, একটি কিরিচ (লং বডি), দুটি রাম দা (লং বডি)।
বিজিবি জানায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সশস্ত্র ডাকাত দলের আস্তানার খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান শুরু হয়। এ সময় ব্যাটালিয়ন সদর ও হ্নীলা বিওপির বিশেষ টহল দল টেকনাফের হ্নীলা রঙ্গীখালী গহীন পাহাড়ের মধ্যে চিরুনি অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের আস্তানা থেকে গহীন বনে পালিয়ে যায়। বিজিবি টহল দল সেই আস্তানা ঘেরাও করে তল্লাশি চালায়।
কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, রঙ্গীখালীতে মাদক চোরাকারবারি, ডাকাত, অপহরণকারীসহ অপরাধীরা গহীন পাহাড়ে বনের ভেতর আস্তানা গেড়ে লুকিয়ে থাকে। বিজিবি এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া অস্ত্র-গুলি টেকনাফ মডেল থানায় জমা দেওয়া হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।