1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের চকরিয়ায় এনসিপির পদযাত্রায় বিএনপির বাধা নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, সঠিক সময়েই হবে: প্রেস সচিব কেন্দ্র দখল বা টাকা দিয়ে ভোট কেনা যাবে না তাই অনেকে পিআর পদ্ধতি চায় না: তাহের জামায়াতে ইসলামীর সমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ সাত দফা দাবি বরিশালে যে শান্তি আমি পাই, নতুন করে প্রেমে পড়ে যাই: সাফা কবির প্রয়োজনের কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকোর সীমান্তে দেয়াল, তোপের মুখে ট্রাম্প এখন জামায়াতের এরকম সমাবেশ নিয়ে গুরুতর প্রশ্ন তুললেন সাবেক শিবির নেতা আবু সাঈদের ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্পে’ তথ্যগত ভুল, লাল কাপড়ে ঢেকে দিলেন সহযোদ্ধারা জামায়াতের সমাবেশ: সন্ধ্যা থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছে সোহরাওয়ার্দীতে

বরিশালে যে শান্তি আমি পাই, নতুন করে প্রেমে পড়ে যাই: সাফা কবির

বিনোদন বার্তা অনলাইন ডেস্কঃ
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: মডেল-অভিনেত্রী সাফা কবির। একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি শোবিজে পা রাখেন। এরপর আরও বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। ‘অল টাইম দৌড়ের উপর’ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন সাফা কবির। এরপর থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে নাটকের পাশাপাশি বিভিন্ন ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

আগের চেয়ে কাজ এখন অনেকটাই কমিয়ে দিয়েছেন সাফা কবির। ঈদের বিরতি কাটিয়ে ফিরলেন শুটিংয়ে। ফিরেই একটি নাটকের শুটিংয়ে গেলেন নিজের গ্রাম বরিশালে। টানা এক সপ্তাহ শুট করে ফিরেছেন ঢাকায়।

সাফা কবির নিজে বরিশালের মেয়ে। তার দাদাবাড়ি বরিশালের গৌরনদী এলাকায় এবং মায়ের বাড়ি বরিশাল সদরে। তবে সাফার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়।

সোশ্যালে বেশ কিছু ছবি শেয়ার করে জানালেন নিজের কিছু অনুভূতির কথা। তিনি বলেন, আমার হৃদয়ের একটা অংশ বরিশালে পড়ে থাকে।

এবার শুটিংয়ের জন্য বরিশালে গিয়ে অন্য রকম এক অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন বলে জানান সাফা কবির। তিনি লিখেছেন, এইবার গিয়েছিলাম শুটিংয়ের কাজে, কিন্তু সেটা যেন রূপ নিল এক পূর্ণ, মনভরানো সফরে—লঞ্চে পা রাখার মুহূর্ত থেকে শুরু করে বিদায় নেওয়া পর্যন্ত। বরিশাল, তুমি আমার হৃদয় জয় করেছ।

এরপর সাফা লেখেন, প্রতিবার বরিশালে গেলেই একটা গভীর, অজানা টান অনুভব করি—মনে হয়, আত্মার একটা অংশ এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে। বরিশালে যে শান্তি আমি পাই, তা আর কোথাও পাই না। আবার নতুন করে প্রেমে পড়ে যাই, বরিশালের কাদামাখা রাস্তা, আঁকাবাঁকা নদী, বৃষ্টির পর মাটির গন্ধ, আর অবশ্যই, মুখরোচক খাবার।

নাম চূড়ান্ত না হওয়া সেই নাটকের টিমের সবাই বরিশালের। শিল্পী-পরিচালক-ক্যামেরাম্যান থেকে শুরু করে ইউনিটের কেউ না কেউ এই অঞ্চলের।এটা তার কাছে অন্য রকম একটা ভালো লাগার বিষয়।

দুই বছর আগে নিকটাত্মীয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বরিশাল যাওয়া হয়েছিল। দাদা-দাদি ও নানা-নানির বংশের কেউ এখন আর বরিশালে থাকেন না। তাই এবার বরিশাল গিয়ে অনেক কিছু মিস করেছেন।

সাফা বলেন, ছোটবেলায় প্রায় প্রতি ঈদে বরিশাল যাওয়া হতো। এর বাইরে বিয়ে কিংবা অন্য কোনো অনুষ্ঠানে আব্বু-আম্মুর সঙ্গে যেতাম। তখন দাদা-দাদি, নানা-নানি ও আত্মীয়স্বজনে ভরপুর থাকত। ঢাকা থেকে বেড়াতে গেলে যে কয়টা দিন থাকতাম, কীভাবে যে পার হয়ে যেত, টেরই পেতাম না। এখন আত্মীয়দের কেউ থাকলে অন্তত শুটিংয়ের ফাঁকে তাদের বাড়িতে বেড়াতে যেতে পারতাম, এই আফসোসটা ছিল অনেক বেশি।

শুটিংয়ের জন্য দেশ ও দেশের বাইরে অনেকবার যাওয়া হলেও বরিশালে একবার শুটিং করেছিলেন বছর পাঁচেক আগে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট