বাঙ্গালীর বার্তা: চলতি বছর ফিলিস্তিন থেকে প্রথমবারের মত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন সাহসী মডেল ও সমাজকর্মী নাহিন আইয়ুব। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। যেখানে ১৩০টিরও বেশি দেশ অংশ নেবে। নাহিন আইয়ুবের অংশগ্রহণ ফিলিস্তিনিদের জন্যও এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২৭ বছর বয়সী নাহিন ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব জিতেছিলেন। তিনি নিজের মানবিক কাজের মাধ্যমে ফিলিস্তিনের দুঃখ-দুর্দশা এবং জনগণের অদম্য চেতনা বিশ্বব্যাপী তুলে ধরেছেন। বর্তমানে গাজার মানবিক সংকটের মধ্যে তার প্রতিযোগিতায় অংশগ্রহণ ফিলিস্তিনের নারীদের ও শিশুদের শক্তি ও সংগ্রামের কণ্ঠস্বর হয়ে উঠবে।
নিজের ইনস্টাগ্রামে নাহিন লিখেছেন, “গাজাসহ পুরো প্যালেস্টাইন যখন হৃদয়বিদারক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আমি সেসব মানুষের কণ্ঠস্বর বহন করছি, যারা নীরব থাকতে অস্বীকার করেন। আমি প্রতিটি ফিলিস্তিন নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত।”
এখন পর্যন্ত ৬২,০০০ এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। নাহিন আইয়ুবের মিস ইউনিভার্স যাত্রা শুধুমাত্র সৌন্দর্য প্রতিযোগিতা নয়, এটি ফিলিস্তিনের সংগ্রাম এবং মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও সমর্থনের এক শক্তিশালী বার্তা।