আন্তর্জাতিক বার্তা: শক্তিশালী এই ভূমিকম্পের পর ১ মিটার (৩৯ ইঞ্চি) পর্যন্ত উঁচু ঢেউয়ের জন্য সুনামির সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সোমবার রাতে একই অঞ্চলে ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর, আওমোরি প্রিফেকচারের উপকূলে স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টা ৪৪ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।

জানা গেছে, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ কিলোমিটার (১২ মাইল)।
সোমবারের ভূমিকম্পের পর, জাপান সরকার উত্তরের হোক্কাইদো থেকে টোকিওর পূর্বে চিবা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের বাসিন্দাদের জন্য বিশেষ পরামর্শ জারি করে সতর্ক করেছিল যে, এক সপ্তাহের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার আশঙ্কা বাড়ছে।
প্রসঙ্গত, জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি, যেখানে কমপক্ষে প্রতি পাঁচ মিনিটে একটি কম্পন অনুভূত হয়।