বাঙ্গালীর বার্তা: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ যদি আবার রাজনীতির মাঠে ফেরে, তাহলে কেউ ছাড় পাবে না। সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
রাশেদ খান অভিযোগ করেন যে, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা সৃষ্টির পেছনে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলোর হাত রয়েছে। তিনি বলেন, “এভাবে দেশকে অস্থিতিশীল করার নানা ধরনের চক্রান্ত সৃষ্টি হবে।”

টকশোতে উপস্থাপকের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, “আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি ফিরে আসে, তাহলে আপনার কী হবে? জুলাই আন্দোলনে আপনি যে ভূমিকা রেখেছেন আপনার কী হবে, আমরা যে আন্দোলন করেছি আমাদের কী হবে?”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ যদি ফিরে আসে কেউ কিন্তু ছাড় পাবে না। এ জন্য আমাদের কনসার্নটা হলো, আওয়ামী লীগ বা তাদের দোসরদের আমরা যেভাবে গণ-অভ্যুত্থানে প্রতিহত করেছি, ঠিক একইভাবে তাদের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমটা প্রতিহত করা। অন্যথায় এই দেশে আবারও আওয়ামী ফ্যাসিবাদ ফিরবে।”
রাশেদ খান দাবি করেন যে, আওয়ামী লীগকে দেশ অস্থিতিশীল করার জন্য অর্থনৈতিকভাবে সহায়তা করা হচ্ছে। গণমাধ্যম ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বরাত দিয়ে তিনি বলেন, এস আলম গ্রুপ দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে।