1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :

আজ কুমারী পূজা, এই পূজায় প্রাণ পেল মহাঅষ্টমী

শিবু প্রসাদ দত্ত জ্যেষ্ঠ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাঅষ্টমী। শারদীয় দুর্গোৎসবের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও হৃদয়গ্রাহী দিন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এদিনেই দুর্গার এক বিশেষ রূপ ‘উমা’কে পূজা করা হয় এক কুমারী বালিকার মাধ্যমে। মাতৃভাব ও নারীর পূর্ণতা কল্পনা করে ‘কুমারী পূজা’র মাধ্যমে উৎসবের এই দিনে ভক্তরা দেবীজ্ঞানে বন্দনা করেন এক জীবন্ত কন্যাশিশুকে।

রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আড়ম্বরের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে কুমারী পূজা। সকাল থেকে হাজারো ভক্তের পদচারণায় মুখর মঠ চত্বরে বিরাজ করছে উৎসবের আমেজ, আবার সেই সঙ্গে অন্তরের অন্তঃস্থলে শ্রদ্ধা, ভালোবাসা ও ভক্তির অর্চনা।

দেবীর কুমারী রূপ পূজিত হয় আজকের মহাঅষ্টমীতে। মূলত ৬ বছরের বালিকাকে ‘উমা’ রূপে কল্পনা করা হলেও, বিভিন্ন মন্দিরে ১ থেকে ১৬ বছর বয়সী যেকোনো কুমারী কন্যাকে এই পূজার জন্য বেছে নেওয়া হয়। স্নান, বস্ত্র, অলংকারে দেবীর মতো সাজিয়ে তাকে বসানো হয় পূজার আসনে। পরে মন্ত্রোচ্চারণে শুরু হয় তার উপাসনা।

ভক্তদের মতে, কুমারী পূজা শুধু একটি ধর্মীয় আচার নয়—এটি নারী জাতির প্রতি শ্রদ্ধা, মানবতার বন্দনা এবং ঈশ্বরের প্রতি অপার ভালোবাসার এক অনুপম প্রকাশ। এই পূজার মধ্যে দিয়ে নারীর সম্মান ও মর্যাদার এক শাশ্বত বার্তাও বহন করে হিন্দু ধর্মীয় সমাজ।

রামকৃষ্ণ মিশনের সূত্রে জানা গেছে, আজকের মহাঅষ্টমীর পূজা শুরু হয়েছে সকাল ৬টা ১০ মিনিটে। সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে পুষ্পাঞ্জলি। এরপর বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা। মধ্যাহ্ন প্রসাদ বিতরণ করা হবে দুপুর ১২টায়। সন্ধ্যায় ৬টা ১৩ মিনিটে শুরু হবে বিশেষ সন্ধিপূজা, যা চলবে সন্ধ্যা ৭টা ১ মিনিট পর্যন্ত।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানিয়েছেন, এ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে শুধু ঢাকা মহানগরে রয়েছে ২৫৯টি। তিনি বলেন, “পূজা নির্বিঘ্নে করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের দফায় দফায় বৈঠক হয়েছে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক নিয়োগ নিশ্চিত করা হয়েছে।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, “আড়ম্বর, আনন্দ ও ধর্মীয় ঐতিহ্যের সমন্বয়ে এবারের দুর্গোৎসব স্মরণীয় হয়ে থাকবে।”

আগামীকাল মহানবমী তিথিতে অনুষ্ঠিত হবে নবমীবিহিত পূজা। দিনব্যাপী পূজার আনুষ্ঠানিকতা শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। বৃহস্পতিবার দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্যদিয়ে সম্পন্ন হবে এই বছরের দুর্গোৎসব। সেইসঙ্গে হবে বিষাদের সুর—‘অশ্রুজলে ভাসাই মা তোমায়’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট