1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারী কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রধান উপদেষ্টা বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা আজ মহান বিজয় দিবস বাঙ্গালী জাতির মুক্তির দিন হাদি হত্যাচেষ্টা: আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন ফয়সালের স্ত্রী সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ড হাদি হত্যাচেষ্টা: সন্দেহভাজন শুটার ফয়সালের স্ত্রী-শ্যালকসহ গ্রেপ্তার ৩ ভারতের গুজরাটে দেহব্যবসা চক্রের হাত থেকে ১২ বাংলাদেশি নারী উদ্ধার নির্বাচন বানচালে গণঅভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম মুক্তিযুদ্ধবিরোধী শক্তি কখনও দে‌শের মঙ্গল ব‌য়ে আনতে পারে না ওসমান হাদিকে গুলি:সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় আপন ভাইকে হত্যা, ছোট বোনসহ গ্রেপ্তার ৬

সিরাজ উদ্দিন সিরাজ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী যুবক শামীম ইসলাম হত্যার নৃশংস রহস্য উদঘাটন করেছে পুলিশ। আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শামীমের ছোট বোন এ হত্যাকাণ্ড ঘটায় বলে পুলিশ জানয়েছে। এ ঘটনায় নিহতের ছোট বোনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন।

গ্রেপ্তারকৃতরা হলেন—শামীমের ছোট বোন রেশমা খাতুন (২৫), হাফিজা খাতুন (৪২), কারখানার নিরাপত্তাকর্মী গোলাম মোস্তফা (৫৫), সুমন চন্দ্র ভৌমিক (২৮), তপু সরকার (১৯) ও শফিকুল ইসলাম (৪০)।

পুলিশ জানায়, রেশমা খাতুন সিরাজগঞ্জের কুটিরচর এলাকার এসিআই ফুড কারখানায় চাকরি করতেন। সেখানে কর্মরত নিরাপত্তাকর্মীসহ কয়েকজনের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক ছিল। চলতি বছরের ২ জুলাই রাতে শামীম ওই কারখানায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করে বোন রেশমাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় রেশমা নির্মম হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী ওই রাতে পাশের বাড়ির হাফিজার সহায়তায় শামীমকে কারখানার পাশে ডেকে আনা হয়। সেখানে উপস্থিত গোলাম মোস্তফা ও সুমন তার দুই হাত চেপে ধরে রাখে। পরে শফিকুল ধারালো ছুরি দিয়ে শামীমের বুকে আঘাত করে। শামীম তখনো বেঁচে ছিল। শেষ মুহূর্তে রেশমা নিজ হাতে তার শরীরে অ্যাসিড ঢেলে মৃত্যু নিশ্চিত করে। এরপর লাশটি কারখানার পাশের ডোবায় ফেলে দেওয়া হয়।

ঘটনার তদন্তে পুলিশ হত্যাকাণ্ডের সত্যতা পায় এবং একে একে অভিযুক্তদের গ্রেপ্তার করে। পরে রেশমা, হাফিজা, গোলাম মোস্তফা ও সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, “নিজ বোনকে অনৈতিক কাজে দেখে ফেলায় শামীমকে তারা অমানবিকভাবে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িত চারজন আদালতে স্বীকারোক্তি দিয়েছে।”

নিহত শামীম ইসলাম কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। গত ২ জুলাই গোসলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। দুই দিন পর ৪ জুলাই সকালে কারখানার ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশের গলায় গামছা পেচানো, শরীর অ্যাসিডে ঝলসানো এবং ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরে নিহতের বাবা সাইফুল ইসলাম থানায় হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট