আন্তর্জাতিক বার্তাঃ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদ ‘মিরাফ্লোরেস’-এর কাছে সোমবার (৫ জানুয়ারি) গভীর রাতে নতুন করে গোলাগুলির শব্দ শোনা গেছে। একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনারা এক সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করার কয়েক দিনের মধ্যেই এ ঘটনা ঘটল। তবে ভেনেজুয়েলার পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সরকার ঘনিষ্ঠ একটি সূত্র।

শনিবার (৩ জানুয়ারি) মার্কিন বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই দেশটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর তার ডেপুটি দেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সূত্র বলেছে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় সোমবার রাত আটটার দিকে (গ্রিনিচ মান সময় রাত ১২টা) কারাকাসের মধ্যাঞ্চলে অবস্থিত মিরাফ্লোরেস প্রাসাদের ওপর দিয়ে অজ্ঞাত ড্রোন উড়ে যায়। এ সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছোড়ে।
প্রাসাদ থেকে পাঁচ ব্লক দূরে বসবাসকারী এক ব্যক্তি জানান, গুলির শব্দ শোনা গেলেও শনিবার ভোররাতে যে হামলায় মাদুরো ক্ষমতাচ্যুত হন, তার তুলনায় এটি ততটা তীব্র ছিল না। তার মতে, ঘটনাটি প্রায় এক মিনিট স্থায়ী হয়।
নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি বলেন, ‘প্রথমেই আমার মনে হয়েছিল, আকাশে কোনো উড়োজাহাজ আছে কি না, তা দেখি। কিন্তু সেখানে কোনো উড়োজাহাজ ছিল না। আমি আকাশে শুধু দুটি লাল আলো দেখেছি।’
তিনি আরও বলেন, ‘কী হচ্ছে তা বোঝার জন্য সবাই জানালার দিকে তাকিয়ে ছিল-কোনো বিমান আছে কি না, পরিস্থিতি কী।’
এএফপি এ বিষয়ে জানতে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। কিন্তু তারা তাৎক্ষণিকভাবে এএফপির অনুরোধে সাড়া দেয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, আকাশে ট্রেসার বুলেটের মতো কিছু একটা ছোড়া হয়েছে। ভিডিওতে আরও দেখা গেছে, গুলি ছোড়ার পর নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য প্রাসাদের দিকে ছুটে যাচ্ছেন।