1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

জাহাজে ডাকাতদের হানা, ২ নৈশপ্রহরী নিহত

আব্দুল গনি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা নৌঘাট এলাকায় কাটিংয়ের জন্য আনা স্ক্র্যাপ জাহাজে ডাকাতদের হামলায় দুই নৈশপ্রহরী নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের মরদেহ উদ্ধার করে।

চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়িত্বরত দুই নৈশপ্রহরী নিহত হয়েছেন। হত্যাকাণ্ডে কারা জড়িত তা উদঘাটন ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার আব্দুল্লাহপুর এলাকার মো. খালেদ প্রমাণিক ও মো. সাইফুল্লাহ। তারা সীতাকুণ্ডের কুমিরা নৌঘাট এলাকার কেআর শিপ মেকিং ইয়ার্ডে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও জাহাজ কর্তৃপক্ষ সূত্র জানায়, রবিবার দুপুরে কাটিংয়ের জন্য একটি স্ক্র্যাপ জাহাজ ইয়ার্ডে আনা হয়। গভীর রাতে একদল ডাকাত জাহাজটিতে হানা দেয়। দায়িত্বরত দুই নৈশপ্রহরী ডাকাতদের বাধা দেন। এ সময় ডাকাত দল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে নৈশপ্রহরীদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। সোমবার সকালে নৌঘাট এলাকায় একজনের খণ্ডিত মরদেহ ও অন্যজনের মরদেহ সাগরে ভেসে থাকতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

কেআর শিপ মেকিং ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না বলেন, “স্ক্র্যাপ জাহাজটি কাটিংয়ের জন্য আনার পর রাতে ডাকাত দল আক্রমণ করে। আমাদের দুই সাহসী নাইট গার্ড প্রতিরোধ করতে গেলে ডাকাতরা তাদের নৃশংসভাবে হত্যা করে সাগরে ফেলে দেয়।”

চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “ডাকাতির ঘটনায় দায়িত্বরত দুই নৈশপ্রহরী নিহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করে মরদেহগুলো উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে কারা জড়িত তা উদঘাটন ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট