বাঙ্গালীর বার্তা: এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে বাংলাদেশের ২২ বছরের অপেক্ষার অবসান হলো। সবশেষ ২০০৩ সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ২-১ গোলে ভারতকে হারিয়েছিল লাল-সবুজের দল। এবার শেখ মোরসালিন ভুলে যাওয়া সেই স্বাদ সমর্থকদের ফিরিয়ে দিলেন।
মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১১তম মিনিটে লিড পায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে রাকিবকে বল বাড়িয়ে বক্সের দিকে ছুটলেন শেখ মোরসালিন। গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে বক্সে ঢুকে নিজে শট না নিয়ে ফিরতি পাস বাড়ান রাকিব, অন্য প্রান্তে মোরসালিন টোকা দিয়ে গুরপ্রিতের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান।

এদিকে চলতি বাছাইয়ে জয়হীন থাকার তীব্র হতাশাও ছিল বাংলাদেশের। এবার সে হতাশার বৃত্ত থেকেও বেরিয়ে এলো দল। অধিনায়ক হিসেবে জামাল ভূঁইয়ার হাহাকারও ঘুঁচল, খেলার সুযোগ না পেলেও বেঞ্চে বসে ভারতের বিপক্ষে তিনি আস্বাদন করলেন প্রথম জয়ের অনির্বচনীয় স্বাদ।