1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘সতর্ক বার্তা’ অবশেষে ৭ লাখ টাকা দিয়ে ছাড়া পেলেন অপহৃত সেই ৬ কৃষক প্রিন্টিং প্রেসকে নির্বাচনি পোস্টার না ছাপার নির্দেশ ইসি’র শেরপুরে বিএনপি-জামায়াত তুমুল সংঘর্ষ, আহত ৩০ রাজধানীর উত্তরায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট মেয়েকে লেখা শেষ বার্তা পাঠিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা ঢাকা-১২: তিন সাইফুলে বিভ্রান্ত ভোটাররা, কে হাসবে বিজয়ের হাসি! মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরি, মার্কিন-ইরান সংঘাতের দ্বারপ্রান্তে মির্জা আব্বাসের নির্দেশে ও তারেক রহমানের সম্মতিতে এই হামলা: নাহিদ ইসলাম ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা করে তাহলে মার্কিন যুদ্ধ জাহাজ কি টিকবে?

গণভোটে যদি ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

মোঃ আলাউদ্দীন শেখ রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। তবে, আমরা দেখতে পাচ্ছি, একটা বিশেষ দল ‘না’ এর পক্ষে কথা তুলছে। আমরা বলতে চাই, গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আপনারা যদি আমাদের ভোট নাও দেন, তবু আমাদের অনুরোধ থাকবে, আপনারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সামনে ‘গণভোটের প্রচারের লক্ষ্যে ক্যারাভ্যান’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, যারা ‘না’এর পক্ষে কথা বলছেন, তারা আসলে কী বার্তা দিতে চান, তা স্পষ্ট নয়। ‘না’ ভোট পাস হলে যে ক্ষমতায় আসবে, সে শক্তি স্বৈরাচারী হবে। এবারের ভোট বাংলাদেশকে আগামী ৫০ বছর এগিয়ে নেওয়ার ভোট। মানুষকে সচেতনভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাই।

এনসিপি আহ্বায়ক বলেন, এখন বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলছে। তারা ফ্যামিলি কার্ড দেবে, কৃষক কার্ড দেবে। এই কার্ডের বিনিময়ে যে তারা টাকা দেবে, এই টাকাটা কোথায় থেকে আসবে, সেটা কিন্তু তারা বলছে না। অর্থাৎ তারা শুধু খরচ কোথায় করবে, সেটা বলছে। কীভাবে ইনকাম হবে, সেটা কিন্তু তারা বলছে না। দেখা যাবে, এই কার্ড দিতে গিয়ে তারা আবার ভ্যাট বাড়াবে। এতে দেশের জনগণের ওপর আবার চাপ পড়বে। এই কার্ড শুধু দলীয় লোকেরাই পাবে, সাধারণ মানুষ পাবে না। রাষ্ট্রের টাকা আবার দলীয়করণ হবে, আবার দুর্নীতি হবে, আবার স্বজনপ্রীতি হবে।

তিনি বলেন, আমরা নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই। আমরা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই। আমরা বিশ্বাস করি, ১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হয়ে এ নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। সংস্কারে শুধু জুলাই সনদ আদেশ নয়, এছাড়াও যে নানা সংস্কার কমিশনের প্রস্তাবনা ছিল, সেগুলো নিয়ে আমরা কাজ করব। জনগণের প্রতি আমাদের আবারো আহ্বান— আপনারা এবার বিচার বিবেচনা করে আপনারা ভোট দিবেন এবং দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সারাদেশে গণভোটের পক্ষে আজ থেকে আমাদের প্রচার শুরু হচ্ছে। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট