1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

রাজধানীর বাড্ডায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা

মোঃ আলাউদ্দীন শেখ রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন। এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা করেন।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “সাধন ঘটনায় নিহতের স্ত্রী দিলরুবা আক্তার অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ঘটনাস্থলে আশপাশের একাধিক ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করা হচ্ছে।”

তিনি জানান, ভিডিও ফুটেজে দেখা গেছে, গুদারাঘাট চার নম্বর রোডে দুজন ব্যক্তি বিএনপি নেতা কামরুলকে এলোপতাড়ি গুলি করে হেঁটে চলে যাচ্ছে। ঘটনার জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা বিএনপি নেতা সাধারণ হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে দুই জনকে শনাক্ত করেছে পুলিশ।

পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার শফিকুল ইসলাম বলেন, নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন।

রবিবার দিবাগত রাত ১০টা ৬ মিনিটে বাড্ডার গুদারাঘাট এলাকার ৪ নম্বর সড়কে এই ঘটনা ঘটে।বাড্ডা থানার উপপরিদর্শক মেহেদি হাসান জানান, বিএনপি নেতা সাধন সড়কের পাশে চেয়ারে বসে আরও দুই-তিনজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে অজ্ঞাত দুইজন হেঁটে এসে সাধনকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট