1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পাকিস্তান থেকে আনা ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ একীভূত পাঁচ ব্যাংক: শুরু হলো প্রক্রিয়া বসানো হলো প্রশাসক সাবেক ইউপি সদস্যকে আটকে রেখে ৭০ লাখ দাবি,পরেরদিন মিলল লাশ নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি এক নজরে দেখে নিন ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা সংকটে পড়েছে পোশাক শিল্প, কার্যাদেশ যাচ্ছে অন্য দেশে মেট্রোরেলে ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড দ্রুত বদলানোর সিদ্ধান্ত দেশে পুলিশের ওপর একের পর এক হামলা, মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা উত্তরায় সার্জেন্টকে হুমকি ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’ বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাই, সড়কে বিক্ষোভ

এনবিআরের গেট বন্ধ, কেউ ঢুকতে-বেরোতে পারছে না

মোঃ আলাউদ্দীন শেখ রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে ভবনের দুই গেটে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এরপর থেকে কেউ এনবিআর ভবনে ঢুকতে বা বের হতে পারছেন না।

আইনশৃঙ্খলা বাহিনী এনবিআরের প্রবেশ ও বাইরের গেট বন্ধ করে দিয়েছে। ভবনে থাকা কর্মকর্তা, সাংবাদিক বা সেবাপ্রার্থীদের কেউই এখন চলাচল করতে পারছেন না। এনবিআরে চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে চলমান আন্দোলনের কারণে।

চেয়ারম্যানের অপসারণ ও এনবিআরের যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করছেন এনবিআরের কর্মকর্তারা। তারা বৃহস্পতিবারও রাজস্ব ভবনে সমবেত হয়েছেন এবং কলমবিরতি কর্মসূচি পালন করছেন।

আন্দোলনকারী কর্মকর্তারা অভিযোগ করেছেন, তাদের সমবেত হওয়া ঠেকাতেই এনবিআর ভবন অবরুদ্ধ করে রাখা হয়েছে। এনবিআরে ঢোকা ও বের হওয়া নিয়ে অলিখিত নিষেধাজ্ঞা চলছে। কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এনবিআরের বর্তমান চেয়ারম্যানের অপসারণ এবং নিপীড়নমূলক বদলির আদেশ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি চালিয়ে যাচ্ছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। তারা জানিয়েছে, শুক্রবার (২৭ জুন) মধ্যে দাবি না মানলে শনিবার (২৮ জুন) থেকে লাগাতার শাটডাউনের কর্মসূচি শুরু হবে।

এর আগে, গত মঙ্গলবার আগারগাঁওয়ের এনবিআর ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় ঐক্য পরিষদ। এর আগেও, সরকার গত ১২ মে এনবিআরকে দুটি ভাগে বিভক্ত করার একটি অধ্যাদেশ জারি করে। এরপর ২৬ মে পর্যন্ত কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা অবস্থান কর্মসূচি এবং কলমবিরতি পালন করেন।

পরে ২৫ মে রাতে অর্থ মন্ত্রণালয় জানায়, এনবিআরকে বিলুপ্ত নয়, বরং ‘স্বাধীন ও বিশেষায়িত’ সংস্থায় উন্নীত করা হবে। এরপর আন্দোলন সাময়িকভাবে স্থগিত হলেও চেয়ারম্যান অপসারণের দাবিতে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট