বাঙ্গালীর বার্তা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ঢাকার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) কার্যালয়ে হেনস্তা করা এবং তাকে হত্যার হুমকির প্রতিবাদে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এরসঙ্গে তারা তিন দফা দাবি জানিয়েছেন। অবরোধের ফলে শাহবাগের আশপাশের সড়ক দিয়ে যানচলাচল বন্ধ আছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে পৌনে ৪টায় ‘প্রকৌশলী অধিকার আন্দোলনের’ ব্যানারে শাহবাগ মোড়ে অবরোধ করেন বুয়েটের শিক্ষার্থীরা। তারা জানান, সোমবার (২৫ আগস্ট) দুপুরে নেসকো কার্যালয়ে প্রকৌশলী রোকনকে হেনস্তা করেন ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড প্রকৌশলীরা।
প্রকৌশলী অধিকার আন্দোলনের সদস্য সচিব কাউসার আহমেদ পরশ বাঙ্গালীর বার্তা কে বলেন, ‘‘প্রকৌশলী রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং তিন দাবিতে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি পালন করছি। দাবি না মানলে প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে পদযাত্রা করব।’’
কর্মসূচিতে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স), ঢাকা বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এইউএসটি) শিক্ষার্থীরা অংশ নিয়েছেন বলে জানান তিনি।
প্রকৌশলী রোকনুজ্জামান রোকন বুয়েটের ইইই-১৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সোমবার (২৫ আগস্ট) রাতে বুয়েট শিক্ষার্থীদের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেসকো অফিসের নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেন (ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড) তার কক্ষে রোকনুজ্জামান রোকনকে ডেকে নেন। সেখানে উপস্থিত প্রায় ২০-২৫ জন ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের কর্মকর্তা-কর্মচারী মিলে রোকনুজ্জামান রোকনকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালাাগাল করেন এবং গলাকেটে হত্যার হুমকি দেন।
শিক্ষার্থীদের অন্য তিন দফা দাবি হলো-
১. সরকারি চাকরিতে ৯ম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে।
২. ১০ম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
শিক্ষার্থীরা রোকনকে হেনস্তা করা ও হত্যার হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১২ ঘণ্টার আলটিমেটাম দেন। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।