বাঙ্গালীর বার্তা: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭১ কিলোমিটারের সাতটি পথে পাচারকারীরা অস্ত্র আনছে, তা বলা হয়েছে এই প্রতিবেদনে।
এসব পথের পয়েন্টগুলোর মধ্যে রয়েছে— নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি, ঘুমধুম পয়েন্টের বালুখালী কাস্টমস ঘাট ও উখিয়ার পালংখালী এবং হোয়াইক্যং ইউনিয়নের নলবনিয়া।
এই অস্ত্রের কারবারে জড়িত রয়েছে কমপক্ষে পাঁচটি চক্র। এর মধ্যে আছে রোহিঙ্গা ক্যাম্পের সশস্ত্র চারটি দল।
এছাড়াও রয়েছে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের অরণ্যে থাকা সন্ত্রাসীদের বড় চক্র।
এসব অস্ত্রের চালানের প্রধান গন্তব্য কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও তিন পার্বত্য জেলার সন্ত্রাসীদের আস্তানা।
এই সীমান্তসহ বাংলাদেশ সীমান্তের অন্তত ১৭টি পথে দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রবেশ করার কথা ওঠে এসেছে অবৈধ অস্ত্রে বাড়ছে অস্থিরতা, ৯ মাসে গুলিবিদ্ধ ১৭০ শিরোনামে দৈনিকটির আরেক প্রতিবেদনে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে অবৈধ অস্ত্র ঢুকায় অস্তিরতা বৃদ্ধির কথা বলা হয়েছে এতে।
সুত্র: কালের কন্ঠ