1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি: সেমিফাইনালে বাংলাদেশ যুবদল নেতাকে গ্রেপ্তারে অভিযান, পরবর্তীতে বাড়ির পাশে মিলল লাশ বিএনপির কাউন্সিলে আ.লীগ নেতারা,তৃণমূলে ক্ষোভ প্রকাশ ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে জনমনে হতাশা ও উৎকণ্ঠা: মির্জা ফখরুল প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের থানায় ঢুকে কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা ভুয়া এসআই তানিয়া ‘হায় হাসান,হায় হোসেন’ ধ্বনিতে তাজিয়া মিছিল রাজধানীর বুকে স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ, বেড়েছে পড়াশোনার মান: গবেষণা সঞ্চয়পত্রে মুনাফা বাড়িয়ে দিলে ব্যাংকে কেউ টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা ‘পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসি নাই’: নাহিদ ইসলাম

এনবিআরের কমপ্লিট শাটডাউন স্থবির ব্যবসা-বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

মোঃ আলাউদ্দীন শেখ রাজধানী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কার দাবিতে কর্মকর্তাদের আন্দোলনে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। এ অবস্থায় ব্যবসায়ীদের পিঠ দেয়াল ঠেকে গেছে জানিয়ে দ্রুত এই সংকট নিরসনে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছে শীর্ষ ব্যবসায়ী ও রপ্তানিকারক সংগঠনগুলো।

শনিবার (২৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। এতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) অংশ নেয়।

আন্দোলনের ফলে ক্ষতি নিয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, ‘এনবিআরের অচলাবস্থায় দৈনিক আড়াই হাজার থেকে ২ হাজার ৬০০ কোটি টাকার দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষতির মুখে পড়ছে। তুলনামূলক ছোট কারখানা বন্ধ হয়ে পড়ার শঙ্কায় আছে।’

বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, দেশের আমদানি-রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পোর্টে, বিমানবন্দরে আমদানি ও রপ্তানিযোগ্য পণ্য পড়ে থাকায় বৃষ্টি-রোদে নষ্ট হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে কোনো রকম শর্ত ছাড়া আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার পরামর্শ দিয়ে সংকট কাটাতে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এগিয়ে আসার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা।

এমসিসিআইয়ের সাবেক সভাপতি নাসিম মঞ্জুর বলেন, কোনো সমস্যা টেবিলে বসে সমাধান করা যায় না— সেটা আমরা বিশ্বাস করি না। বসতে হবে, কথা শুনতে হবে, কিছু ছাড় দিতে হবে। কিন্তু এনবিআরের সংস্কার হতে হবে।

তবে দাবির প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসাররণের বিপক্ষে অবস্থানের কথা জানানো হয় যৌথ সংবাদ সম্মেলন থেকে।

সংবাদ সম্মেলনে আরো ছিলেন– আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএ সভাপতি শওকত আজিজ, এলএফএমইএবি সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, মেট্রো চেম্বার সভাপতি কামরান টি রহমান, বিসিএমইএ সভাপতি মঈনুল ইসলাম, বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, ট্রান্সকম লিমিটেডের গ্রুপ সিইও সিমিন রহমান এবং ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাসেম খান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট