বাঙ্গালীর বার্তা: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ০১ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
পদের নাম: সিকিউরিটি গার্ড (অস্থায়ী)
পদসংখ্যা: অনির্ধারিত
চাকরির ধরন: অস্থায়ী
কর্মক্ষেত্র: ব্যাংকে
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: যেকোনো স্থানে
বেতন ও অন্যান্য সুবিধা: ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী।
নির্দেশনা: অবশ্যই অনলাইন আবেদনপত্রের প্রিন্টেড কপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী ২৮ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে আবদ্ধ খামে ব্যাংকের প্রধান কার্যালয়ে (ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিএইচআরও, হিউম্যান রিসোর্সেস উইং, ইসলামী ব্যাংক টাওয়ার, ৪০ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০) পাঠাতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক https://career.islamibankbd.com/job_detail.php?job_id=MTY0&fbclid=IwQ0xDSwL8BOVleHRuA2FlbQIxMAABHuL3EuiIT4D99iBmKSD6ukuysw119r2naQ8CAjsr9lsa7zBSrtsq31HGftGc_aem_mr5n0q75LGA-QTipv46d1Q করুন।
আবেদনের শেষ সময়: ২১ আগস্ট ২০২৫