বাঙ্গালীর বার্তা: নদীর তীরবর্তী বসবাসরত ভাঙ্গন কবলিত পরিবার গুলো নিঃস্ব হয়ে যাচ্ছে ভিটামাটি ও ফসলীয় জমি।
সম্প্রতি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গা পাশা ইউনিয়নের, ১,২,৩,নং ওয়ার্ডের বসবাস রত বাড়ি ঘর, মসজিদ,মাদ্রাসা, এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েকশ একর ফসলিওজমি কারখানা এবং তেতুলিয়া নদীর ভাঙ্গনে নিঃস্ব হয়েছে।
নদীর তীরবর্তী এলাকার বসতিরা আতঙ্কে রয়েছে,তাদের কান্না আর চোখের জলে দুর্গা পাশা ইউনিয়ন এখন শোকের ছায়ায় পরিণত হয়ে উঠছে,তারা ভিটা মাটি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এলাকাবাসীর উদ্যোগে নদী ভাঙ্গন রোধে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন মাওলানা মোঃ মোরশেদুর রহমান মুন্না। তিনি সাংবাদিকদের জানান জিরাইল এবং পাটকাঠি গ্রামের প্রায় এক হাজার পরিবার ভিটা মাটি হারিয়ে এখন মানবতার জীবনযাপন করছেন।
উত্তর এবং পশ্চিম দিকে পাটকাঠি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বাড়িঘর নদী ভাঙ্গনের রোদ ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের মাধ্যমে সরে জমিনে পরিদর্শন করে ব্যবস্থা নিবেন এটাই এলাকাবাসীর দাবি। মাহিম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান ও হাজী আব্দুল মন্নান আকন জামে মসজিদ, পশ্চিম জিরাইল বাইতুল নূর জামে মসজিদের সভাপতি,ডা: মো: মেহেদী হাসান মানিক জানান মসজিদের রাস্তা সহ পাশের বাড়িঘর ও হাজী মোঃ ময়েজ উদ্দিন মাওলানার বাড়ির মসজিদ নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে।পশ্চিম জিরাইল বায়তুল নূর জামে মসজিদ এর পাশ দিয়ে বিশাল আকারের ফাটল ধরেছে মসজিদ সহ এলাকার ঘর বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান যে কোন মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দ্রুত গতিতে ব্যবস্থা নিলে ভিটা বাড়ি ঘর জমি হারানো মানুষের কিছুটা হলেও লাঘব হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন পাটকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র, ছাত্রীরা ও শিক্ষকবৃন্দরা।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো: সাইদুর রহমান, দুর্গাপাশা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক -শিক্ষিকা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো:আব্দুর রহিম হাওলাদার, জিরাইল আজিজিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মো: রুহুল আমিন মাওলানা, শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। জিরাইল মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা মো:জাফরউল্লাহ ও শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ শাহাবুদ্দিন হাওলাদার ( সাবু) দপ্তর সম্পাদক যুবদল বরিশাল জেলা দক্ষিণ। মো: দেলোয়ার হোসেন সিকদার ,সদস্য বাকেরগঞ্জ উপজেলা বিএনপি,মাওলানা আব্দুল সালাম দেওয়ান, মো: জামাল হাওলাদার,মোঃ নুরুল আমিন হাওলাদার,মো:আবু হানিফ হাওলাদার প্রমুক।
মানববন্ধনে বক্তারা বলেন নদী ভাঙ্গন রোধে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের মাধ্যমে যে চলমান প্রকল্প রয়েছে তার সাথে আরও দুই কিলোমিটার উত্তর এবং পশ্চিম জিরাইল এবং পাটকাঠি নদীর কোল ঘেঁষে ব্লক ফেলে ভাঙ্গন রোধ করে এলাকাবাসীকে বসবাস করার উপযোগী করার দাবি জানান।