বাঙ্গালীর বার্তা: সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শ.ম রেজাউল করিমের ছোট ভাই নওশের করিম বাদসা শামীমকে গ্রেপ্তার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানী গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন তারাবুনিয়া গ্রামের আব্দুল খালেক শেখের চতুর্থ ছেলে নওশের করিম বাদসা শামীম। তিনি একটি বেসরকারি ব্যাংকের রাজধানীর গুলশান-১ শাখার ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মাহমুদ ফরিদ ভুইয়া জানান, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নওশের করিম বাদসা শামীম। তিনি দীর্ঘদিন ধরে পলাতাক ছিলেন। সোমবার গ্রেপ্তারের পর রাতেই তাকে ঢাকা থেকে পিরোজপুরে নিয়ে আসা হয়।”