1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা আজ মহান বিজয় দিবস বাঙ্গালী জাতির মুক্তির দিন হাদি হত্যাচেষ্টা: আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন ফয়সালের স্ত্রী সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ড হাদি হত্যাচেষ্টা: সন্দেহভাজন শুটার ফয়সালের স্ত্রী-শ্যালকসহ গ্রেপ্তার ৩ ভারতের গুজরাটে দেহব্যবসা চক্রের হাত থেকে ১২ বাংলাদেশি নারী উদ্ধার নির্বাচন বানচালে গণঅভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম মুক্তিযুদ্ধবিরোধী শক্তি কখনও দে‌শের মঙ্গল ব‌য়ে আনতে পারে না ওসমান হাদিকে গুলি:সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ অপারেশন ডেভিল হান্টের ফেজ টু অবিলম্বে শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদি হত্যাচেষ্টা: সন্দেহভাজন শুটার ফয়সালের স্ত্রী-শ্যালকসহ গ্রেপ্তার ৩

মাহফুজুর রহমান বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী, শ্যালকসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তার হলেন মোট ৬ জন।

গ্রেপ্তার তিনজন হলেন- ফয়সালের স্ত্রী বেগম সামিয়া, তার শ্যালক শিপু এবং বান্ধবী বেগম মারিয়া। তবে ফয়সল করিমের কোনো খোঁজ এখনো বের করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্বাক্ষর করা বিপুল সংখ্যক চেকবই ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। হাদিকে গুলি করার আগে ফয়সল করিম একাধিকবার তাঁর স্ত্রী, শ্যালক ও বান্ধবীর সঙ্গে মোবাইলে কথা বলেছেন। হামলায় তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে হয়তো গুরুত্বপূর্ণ তথ্য জানা যেতে পারে।

এর আগে, বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম। এ ছাড়া র‍্যাব পৃথক অভিযানে সন্দেহভাজন মো. আব্দুল হান্নানকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করেছে। এ সময় হামলায় ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে সিসিটিভি ফুটেজে দেখা দুই আসামির অবস্থান সম্পর্কে জানতে চাইলে এস এন নজরুল ইসলাম বলেন, তাদের বিদেশে পালিয়ে যাওয়ার কোনো তথ্য পুলিশের কাছে নেই। তার ভাষ্য অনুযায়ী, ফয়সাল মোটরসাইকেলের পেছনে বসে শরিফ ওসমান হাদিকে গুলি করেন এবং আলমগীর মোটরসাইকেলটি চালাচ্ছিল। পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, ফয়সাল চলতি বছরের জুলাই মাসে থাইল্যান্ড থেকে বাংলাদেশে ফেরেন।

হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজন ফয়সল করিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। তাঁকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

এদিকে শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট