1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আবু সাঈদের ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্পে’ তথ্যগত ভুল, লাল কাপড়ে ঢেকে দিলেন সহযোদ্ধারা জামায়াতের সমাবেশ: সন্ধ্যা থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছে সোহরাওয়ার্দীতে এখন থেকে অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করবে না স্টেট ডিপার্টমেন্ট কত স্বপ্ন ছিল ওর! ‘আমার ছেলেরে যারা গুলি করে মেরেছে, সে যেন হাজার গুলি খেয়ে মরে’ ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে: নাহিদ ইসলাম নিত্য প্রয়োজনীয় বাজার ফের চোখরাঙানি দিচ্ছে! গোপালগঞ্জে গুলিবিদ্ধ রমজান মুন্সী ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জুলাই শহীদদের স্মরণে ঝিনাইদহে বিএনপির কালো পতাকা মিছিল গোপালগঞ্জে কাদের গুলিতে ৪ জন নিহত? এর দায় নিবে কে? পাতানো কোনো ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের আহ্বান মির্জা ফখরুলের

আবু সাঈদের ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্পে’ তথ্যগত ভুল, লাল কাপড়ে ঢেকে দিলেন সহযোদ্ধারা

রফিকুল ইসলাম বাবুল জেলা প্রতিনিধি রংপুর
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

বাঙ্গালীর বার্তা: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ স্মরণে স্থাপিত ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্পে’ জন্ম তারিখসহ তথ্যগত নানা অসংগতি সামনে এসেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুক্রবার (১৮ জুলাই) দুপুরে লাল কাপড় দিয়ে সেটি ঢেকে দিয়েছেন তার সহযোদ্ধা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ১৬ জুলাই শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকীতে আবু সাঈদ স্মরণে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন করা হয়। এটি বাস্তবায়ন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিইডি)। গত বছরের ১৬ জুলাই আবু সাঈদ এই ফটকের সামনে পুলিশের গুলিতে শহীদ হন।

স্ট্রিট মেমোরি স্ট্যাম্পে লেখা হয়েছে, রংপুরের ছেলে শহীদ আবু সাঈদ। জালেম ও জুলুমের বিরুদ্ধে যার শির ছিল চির উন্নত। তিনি বলতেন, “প্রয়োজনে শহীদ হব, তবু মাথা নত করব না।” ১৬ জুলাই আসমানের দিকে দুই হাত প্রসারিত করে শাহাদাত বরণ করলেন। এরপরই সারা বাংলাদেশ জেগে ওঠে অনন্ত বিপ্লবের ওয়াদা নিয়ে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, তথ্যে অসঙ্গতি থাকা মেমোরি স্ট্যাম্পের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক শামসুর রহমান, আরমান হোসেন ও আবু সাঈদের বাল্যবন্ধু মাহিদ হাসান সেটি লাল কাপড় দিয়ে ঢেকে দেন।

‎বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুহিন রানা বলেন, “সারা দুনিয়া দেখেছে আবু সাঈদকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে। অথচ এখানে পুলিশের সেই নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস এড়িয়ে যাওয়া হয়েছে। তারই প্রতিবাদে আমরা লাল কাপড় দিয়ে সেই বিকৃত ইতিহাসকে ঢেকে দিয়েছি।”

শামসুর রহমান বলেন, “প্রথমত আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী, সেটা সেখানে লেখা হয়নি। দ্বিতীয়ত শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত ছিল; কিন্তু সেখানে লেখা, দুই হাত আসমানের দিকে করা। এটা যে স্পষ্টত পুলিশি হত্যাকাণ্ড, সেটা সেখানে নেই।”

তিনি বলেন, “আবু সাঈদের জন্ম ২০০০ সালের ১০ ডিসেম্বর। কিন্তু সেখানে ২০০১ সালের ১ জানুয়ারি লেখা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের আরেক সমন্বয়ক আরমান হোসেন বলেন, “আবু সাঈদের মৃত্যু এবং তার সম্পর্কিত সবকিছু দিনের আলোর মতো স্পষ্ট। সুতরাং এটি নিয়ে ভুল হওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। তার যে ইতিহাস, সেটাকে কোনোভাবে বিকৃত বা খামখেয়ালিভাবে লেখা হোক, সেটা আমরা চাই না।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হারুন-অর রশিদ বলেন, “স্ট্রিট মেমোরি স্ট্যাম্পটি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছিল। উদ্বোধনের আগে সেটি ঢাকা ছিল। তারা দেখতে পারেননি। ভুল তথ্যের কারণে শিক্ষার্থীরা সেটি গ্রহণ করেননি। এটা আবার ঢেকে দেওয়া হয়েছে। তারা ভুল সংশোধনের চেষ্টা করছেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট