বাঙ্গালীর বার্তা: আবাসন সংকটসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ‘লং মার্চ টু যমুনায়’ পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার পর যমুনার অভিমুখে জবি শিক্ষার্থীদের লং মার্চ মৎস্য ভবন এলাকায় গেলে পুলিশ লাঠিচার্জ করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
পুলিশ জানায়, শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
এর আগে বলো ১১টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেন এবং পরে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সক্রিয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘জবি ঐক্য’ তিন দফা দাবিতে এ কর্মসূচির ঘোষণা দেয়।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—আবাসন সংকট নিরসন না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু করতে হবে, যা ২০২৫-২৬ অর্থবছর থেকেই কার্যকর করতে হবে; ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো কাটছাঁট ছাড়াই অনুমোদন করতে হবে; জবির দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।
এর আগে সোমবার (১২ মে) এক ছাত্র-শিক্ষক সমাবেশে শিক্ষার্থীরা এসব দাবি তুলে ধরেন। পরদিন মঙ্গলবার শিক্ষক সমিতির সদস্য ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠকে অংশ নেন।
বৈঠকে বাজেট ও আবাসন সংকট নিয়ে আলোচনা হলেও শিক্ষার্থীদের অভিযোগ—তারা সুনির্দিষ্টভাবে দাবি উপস্থাপন করলেও ইউজিসি পূর্বের মতোই কেবল ‘দায়সারা’ আশ্বাস দিয়েছে।