1. bangalirbarta@gmail.com : বাঙ্গালীর বার্তা : বাঙ্গালীর বার্তা
  2. info@www.bangalirbarta.com : বাঙ্গালীর বার্তা :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রথম পর্বের আলোচনায় যে ৬২ বিষয়ে ঐক্যমতে পৌঁছান রাজনৈতিক দল গুলো ভোটারের ভিত্তিতে বাগেরহাটে কমছে নির্বাচনী আসন,বাড়ছে গাজীপুরে : ইসি রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলার মামলায়, গ্রেপ্তার ৫ সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি বাংলাদেশ ব্যাংকের রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা ২৬ লক্ষ ভারতীয় কাজ করে বাংলাদেশে যা প্রমাণ করতে পারেননি তিনি: তারিন রাশিয়ায় ৮.৭ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প, সুনামির সম্ভাবনায় সতর্কতা জারি ৩০ জুলাই লাল রঙে প্রতিবাদের ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে রাউজানে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গিয়াস চৌধুরীর পদ স্থগিত

ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি: পেন্টাগন

বাঙ্গালীর বার্তা আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বার্তা: যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি বলে জানিয়েছে পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ)। তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, এই হামলা শুধুমাত্র ইরানের পারমাণবিক কার্যক্রম কয়েক মাসের জন্য পিছিয়ে দিতে সক্ষম হয়েছে, কিন্তু মূল অবকাঠামো ও সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অক্ষত রয়েছে।

এর আগে গত শনিবার অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায়—ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহান—প্রচণ্ড শক্তিশালী ‘বাংকার বাস্টার’ বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। এসব বোমা ৬০ ফুট কংক্রিট বা ২০০ ফুট মাটি ভেদ করে বিস্ফোরিত হতে পারে, যা গভীরতায় অবস্থিত স্থাপনাগুলো ধ্বংসের জন্য বিশেষভাবে তৈরি।

হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে “সামরিক ইতিহাসের অন্যতম সফল অভিযান” বলে অভিহিত করেন এবং দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো “সম্পূর্ণরূপে ধ্বংস” হয়েছে।

তবে ডিআইএর এই নতুন মূল্যায়ন সেই দাবির সঙ্গে সাংঘর্ষিক। তারা জানায়, ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো এখনও কার্যক্ষম এবং ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি। যুক্তরাষ্ট্রে সিবিএস নিউজকেও এই তথ্য জানানো হয়েছে, যা ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সহযোগী।

এদিকে হোয়াইট হাউস ডিআইএর এ মূল্যায়নকে “সম্পূর্ণ ভুল” বলে দাবি করেছে এবং বলেছে, এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করার একটি প্রচেষ্টা। পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, “সিএনএন ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে যা বলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। তারা এই অভিযানকে হেয় করার চেষ্টা করছে, অথচ এটি ছিল সামরিক ইতিহাসের এক যুগান্তকারী সাফল্য।”

এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে সক্ষম হয়েছে কি না, সে বিষয়ে বিতর্ক চলছেই। তবে পেন্টাগনের মূল্যায়ন নতুন করে এ বিষয়ে প্রশ্ন তুলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট