বাঙ্গালীর বার্তা: লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। উপকূলীয় এলাকার নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাতাসের চাপও কিছুটা বেড়েছে।
এছাড়া বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে ভারী বা অতিভারী বৃষ্টিপাত হলে বড় ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানা গেছে, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকায় ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া পটুয়াখালীসহ দেশের ৭ অঞ্চল সমূহের উপর ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালী, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও কুমিল্লা নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হবে কিনা সেটা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।”